জন্মদিনে অনুশীলনে সাকিব, এড়িয়ে গেলেন গণমাধ্যমকে

ক্রিকেট দুনিয়া March 24, 2021 588
জন্মদিনে অনুশীলনে সাকিব, এড়িয়ে গেলেন গণমাধ্যমকে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম সাকিব আল হাসান আজ (২৪ মার্চ) মিরপুরে আসেন। গত ২২ মার্চ রাতে দেশে ফেরা সাকিব মূলত আইপিএল সামনে রেখে অনুশীলন সারতেই মিরপুরে হাজির হন। ফিরে যাওয়ার সময় অবশ্য এড়িয়ে যান গণমাধ্যমের আগ্রহকে।


ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকফ্রেঞ্জির’ লাইভে এসে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। সাথে তার ছুটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক তো ছিলই।


দেশের ক্রিকেটে চলমান এই ঝড়ের মাঝেই দেশে ফেরেন সাকিব। তার হুট করে দেশে ফেরা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে আইপিএল সামনে রেখে অনুশীলনের লক্ষ্যে দেশে আসার বিষয়টি সামনে আসতেই অবসান ঘটে এই প্রশ্নের।


আজ (২৪ মার্চ) মিরপুর ইনডোরে অনুশীলনও করেন টাইগার অলরাউন্ডার। সকাল পৌনে নয়টায় মিরপুরে আসা সাকিব ১০ টা ১০ মিনিট পর্যন্ত অনুশীলন করেন। হাল্কা রানিং সেরে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেন। যেখানে দেখা যায় থ্রোয়ারের দেওয়া বাউন্সারই সামলেছেন বেশি।


ব্যাটিং অনুশীলন পর্ব শেষে, কয়েকটি বলও ছোঁড়েন সাকিব। এরপর বিসিবির ট্রেনার বায়েজীদের সাথে অনেক্ষণ কথা বলতেও দেখা যায় তাকে। সেখান থেকে ড্রেসিং রুমে ফিরে ১২ টা নাগাদ মাঠ ছাড়েন টাইগার অলরাউন্ডার।


যদিও গাড়িতে ওঠার সময় আগ্রহী গণমাধ্যমকে এড়িয়ে যান সাকিব। নিজের ৩৪ তম জন্মদিনে সংবাদকর্মীদের জানানো শুভেচ্ছারও কোন জবাব দেননি আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া সাকিব।


সূত্রঃ ক্রিকেট৯৭