এনসিএলে বলে কয়ে সেঞ্চুরি হাঁকাচ্ছেন নাসির!

ক্রিকেট দুনিয়া March 23, 2021 2,436
এনসিএলে বলে কয়ে সেঞ্চুরি হাঁকাচ্ছেন নাসির!

এনসিএলে খেলতে নামার আগে সংবাদমাধ্যমকে নাসির জানিয়েছিলেন, এবারের আসরে অন্তত ৮০০-১০০০ রান করতে চান তিনি। নাসিরের সেই প্রতিজ্ঞার পারফরম্যান্স দেখা গেল প্রথম ম্যাচেই। প্রথম ইনিংসে খেলতে নেমেই দুর্দান্ত ফিফটির পর দ্বিতীয় দিন শেষে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে তথা ৯৩ রানে অপরাজিত আছেন টাইগার অলরাউন্ডার।


২২তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে গতকাল। চার ম্যাচে মুখোমুখি হয়েছে আট দল। যেখানে একটি ম্যাচে লড়ছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। এই ম্যাচে রংপুরের হয়ে খেলছেন নাসির।


ঢাকার বিভাগের প্রথম ইনিংসে করা ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এরপর হাল ধরেন নাসির। মাহমুদুলকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন তিনি। ২৭ রান করে মাহমুদুল ফিরলেও ফিফটি তুলে নেন নাসির।


একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন শতকের দিকে। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করতে নাসিরের দরকার ছিল পাঁচ রানের। প্রথম বলেই পারভেজকে বাউন্ডারি মারলেও পরের বলে আর কোন রান নেননি নাসির। শেষ পর্যন্ত দিন শেষে ১৮৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯৩ রানের অপরাজিত আছেন নাসির। দিন শেষে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪