বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই কেন উইলিয়ামসন৷ খেলবেন না বোল্ট-নিশামরাও। কিউইদের নেতৃত্ব দিবেন টিম সাউদি।
সিনিয়র ক্রিকেটারদের না থাকাতে প্রথমবার দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ফিন অ্যালেন ও উইল ইয়ং। ফিন একেবারে নতুন মুখ হলেও এই মৌসুমেই টেস্ট আর ওয়ানডেতে অভিষেক হয়েছে ইয়ংয়ের। ইনজুরির কারণে ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে লুকি ফার্গুসনকে। ২ বছরের বেশি সময় পর দলে ডাক পেয়েছেন অ্যাডাম মিলনে।
মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুমে খেলার জন্য তাঁদেরকে ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যে কারণে বাংলাদেশের বিপক্ষে দলে রাখা হয়নি উইলিয়ামসন, বোল্ট, কাইল জেমিসন, জেমস নিশাম, মিচেল স্যান্টনার ও টিম সেইফার্টদের।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাশলে, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কোনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারল মিশেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ং।
সূত্রঃ স্পোর্টসজোন২৪