সিরিজ বাঁচাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডে জিতে ১-০’তে লিড নিয়েছে স্বাগতিকরা। ক্রাইস্টচার্চের হেগলি ওভালেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন। হাসান মাহমুদের জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে একই দল নিয়ে খেলছে নিউজিল্যান্ড।
ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বোলিংয়ে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। এবারে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের সীমানা ডানেডিনের চেয়ে কিছুটা বড়।
হেগলি ওভালে সর্বশেষ ম্যাচে স্বাগতিক নিউজল্যান্ড বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিলো। দু’বছর আগে সে ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছিলেন মার্টিন গাপ্টিল। দারুণ ফর্মে থাকা কিউইরা চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে।
একনজরে দুই দলের একাদশ
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস , ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল সান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪