নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সকাল ৭:০০ টাই আবারও মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভিতে। অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে।
ইতিমধ্যেই প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে বাংলাদেশের একাদশ আসতে পারে পরিবর্তন। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলছেন না নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেইলর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট