ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে আছেন ২০১৯ বিশ্বকাপ জয়ী ৯ ক্রিকেটার।
মরগানের নেতৃত্বাধীন ১৪ সদস্যের দলে রাখা নেই জোফরা আর্চার। চোটের কারণে আর্চারকে দলে রাখা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে কনুইতে চোট পেয়েছেন আর্চার। যার কারণে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী এই পেসার।
ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের রাখা হয়নি জো রুট ও ক্রিস ওকসকে। তবে টি-টোয়েন্টি দলের তিন খেলোয়াড় জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালানকে। আসন্ন সিরিজটিতে ওয়ানডে অভিষেক হতে পারে লিয়াম লিভিংস্টোনের।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের স্কোয়াড
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি এবং মার্ক উড।
সূত্রঃ স্পোর্টসজোন২৪