যে কারনে ম্যাচ চলাকালে বাটলারের সঙ্গে ঝগড়ায় জড়ালেন কোহলি

ক্রিকেট দুনিয়া March 21, 2021 841
যে কারনে ম্যাচ চলাকালে বাটলারের সঙ্গে ঝগড়ায় জড়ালেন কোহলি

গতকাল আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। শনিবার রাতে অঘোষিত এই ফাইনালে ইংলিশ তারকা ব্যাটসম্যানের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলেছিলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। যে ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।


ঘটনাটি ম্যাচের ১৩তম ওভারের। ২২৫ রানের লক্ষ্য পার করতে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। শুরুতেই জেসন রয়কে হারানোর পর ১২তম ওভার পর্যন্ত উইকেট উদযাপন করতে পারছিল না ভারত।


জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১২.৪ ওভারে ১ উইকেটে ১৩০ করে ফেলে ইংল্যান্ড। ৩৪ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।


ঠিক এই সময়ে কোহলিকে বাটলারের উইকেটটি উপহার দেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের বলে হার্দিক পান্ডিয়ার কাছে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার।


ইংল্যাশ শিবিরে ভাঙন ধরায় যারপনাই খুশি হন কোহলি। বাটলারের উইকেট পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান তিনি। যে কারণে উইকেট পাওয়ার উদযাপনটাও ছিল তার একটু উন্মত্ত।


ভারতের অধিনায়কের এমন পাগলপ্রায় উদযাপন মোটেই ভালো লাগেনি বাটলারের। কোহলির অঙ্গভঙ্গি দেখতে দেখতে সাজঘরে ফেরার সময় দাঁড়িয়ে পড়েন তিনি।


কিছুটা মেজাজ হারিয়ে কোহলিকে উদ্দেশ করে একটা কিছু বলেন। অমনেই ক্ষেপে যান কোহলি। বাটলারের দিকে এগিয়ে গিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কোহলি।


অনেকটা সময় ধরে চলে তাদের এই কথার লড়াই। পরে অনফিল্ড আম্পায়ার নিতিন মেননদৌড়ে এসে তাদের থামিয়ে দেন। বাটলারকে মাঠ ছাড়তে নির্দেশ দেন। মূলত আম্পায়ারের হস্তক্ষেপেই ঘটনা বেশি দূর গড়ায়নি।


যদিও বাটলারের প্রস্থানের পরও ক্ষোভ থামাতে দেখা যায়নি কোহলিকে। এ সময় আম্পায়ার নিতিন মেনন বিষয়টি কোহলির সঙ্গে আরও কিছু সময় কথা বলেন।


বাটলার চলে যাওয়ার পর অবশ্য সেভাবে কেউ থিতু হতে পারেননি। রানের গতিও কমে যায়। নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান তুলতে পারে ইংল্যান্ড। ফলে ৩৬ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজটিও হারালেন সফরকারীরা।


ম্যাচশেষে অবশ্য ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। বললেন, ‘ম্যাচের বড় মুহূর্তগুলোয় ভারত আমাদের উড়িয়ে দিয়েছে। জয় তাদের প্রাপ্যই ছিল।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪