আইপিএলে অনিশ্চিত আর্চার, সূযোগ বাড়ছে মুস্তাফিজের

ক্রিকেট দুনিয়া March 21, 2021 1,474
আইপিএলে অনিশ্চিত আর্চার, সূযোগ বাড়ছে মুস্তাফিজের

এবারের আইপিএলে মোস্তাফিজকে ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। অনেক কম দামে মোস্তাফিজকে পেয়ে বেশ সন্তুষ্টই জানিয়েছিল দলটি। কিন্তু স্কোয়াডে থাকলেও আর্চার, মরিস, অ্যান্ড্রু টাইয়ের মতো গতির পেসারদের সাথে একাদশে জায়গা করে নিতে বেশ প্রতিযোগিতা করতে হতো মোস্তাফিজকে। কিন্তু সেই কাজটা সহজ করে দিচ্ছেন জোফরা আর্চার।


জানা গেছে, ভারতের বিপক্ষে সিরিজে খেললেও কনুইয়ের পরিচর্যার জন্য টি-টোয়েন্টি সিরিজ শেষে আর্চারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার জেরে আইপিএল থেকে এবার নাম তুলে নিতে পারেন ইংল্যান্ডের তারকা পেসার।


শনিবার প্রকাশিত খবর অনুযায়ী এবারের আইপিএলের আসরে ভাগ্যের জট খুলতে পারে মুস্তাফিজের। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল না খেলার ঘোষণা আসতে পারে জোফরা আর্চারের। তাই বলতে গেলে আর্চার না খেললে একাদশে সুযোগ পাবার সম্ভাবনা দারুণভাবে জেগে উঠেছে মুস্তাফিজের জন্য।


উল্লেখ্য, বিখ্যাত ইংলিশ পত্রিকা দ্যা টেলিগ্রাফের সুত্রমতে জোফরা আর্চার সম্ভবত এবারের আইপিল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারনাটা জানা গেছে। এই বছর ইংল্যান্ডের অ্যাশেজ ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে৷ এজন্য সেই সিরিজগুলোকে সামনে রেখে নিজেকে পরিপূর্ণ ফিট রাখতে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা যাচ্ছে।


দেশে ফেরার পর আর্চারের ডান কনুইয়ে আরও একটি ইঞ্জেকশন দেওয়া হবে। ইতিমধ্যে দুটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তৃতীয় ইঞ্জেকশনের পর এপ্রিলের মাঝামাঝি আর্চারের কনুইয়ের অবস্থার পর্যালোচনা করবে ইংল্যান্ড বোর্ডের মেডিক্যাল বোর্ড।


তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে আর্চার আইপিএল খেলতে ভারতের বিমান ধরবেন কিনা। যে টুর্নামেন্ট আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভারতে এলেও আর্চারকে আইপিএলের প্রথম ভাগের একাধিক ম্যাচে ইংরেজ বোলারকে পাবে না রাজস্থান রয়্যালস।


সূত্রঃ স্পোর্টসজোন২৪