বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো : সাকিব

ক্রিকেট দুনিয়া March 20, 2021 826
বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো : সাকিব

খেলোয়াড়ি জীবন শেষেও ক্রিকেটাররা সাধারণত ক্রিকেটের সাথেই থাকেন। কেউ হন সংগঠক, কেউ কোচ, কেউ ধারাভাষ্যকার কিংবা বিশ্লেষক। সাকিব আল হাসান কী হবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে বিশ্বসেরা সাকিব আসতে চান সংগঠকের ভূমিকায়।


সাবেক ক্রিকেটার তকমার সাথে সংগঠকের ভূমিকা গায়ে জড়িয়েছেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে এমন দৃষ্টান্ত অনেক আছে।


সৌরভ গাঙ্গুলি এখন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সভাপতি। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ সামলাচ্ছেন প্রোটিয়া ক্রিকেটকে। অবসর নিয়েই হ্যামিল্টন মাসাকাদজা বসেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের বড় পদে।


সাকিব কি তাদের পথ মাড়াবেন? এমন প্রশ্ন দীর্ঘদিনের, নানাজনের। অবশেষে সাকিব নিজেই জানিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে চান তিনি। শুধু তা-ই নয়, সভাপতি হলে বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবেন বলেও আত্মবিশ্বাস তার।


দারাজ ও ক্রিকফ্রেঞ্জির ফেসবুক লাইভে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না।


অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।’


সূত্রঃ বিডিক্রিকটাইম