জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া March 20, 2021 497
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানিস্তান। সেই সাথে তিন ম্যাচের তিনটিতেই হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়লে ৪৭ রানে জয়ী পায় আফগানিস্তান।


এদিন আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাজিবুল্লাহ।


৫ ছক্কা ও ৫ চারে মাত্র ৩৫ বলেই খেলেন অপরাজিত ৭২ রানের ইনিংস। এছাড়া ৩১ বলে ওসমান গনি করেন ৩৯ রান, আজগর করেন ১২ বলে ২৪ এবং ১৪ বলে ২১ রান করেন করিম জান্নাত।


জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৪১ রান করেন সিকান্দার রাজা। এছাড়া ৩১ নলে ৩৯ করেন বার্ল ও ২৮ বলে ৩০ রান করেন মুসাকান্ডা।


• সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান : ১৮৩/৭(২০)

নাজিবুল্লাহ ৭২(৩৫)*, ওসমান ৩৯(৩১)

রিচার্ড ২/৩৫


জিম্বাবুয়ে : ১৩৬/৫(২০)

রাজা ৪১(২৯)*, বার্ল ৩৯(৩১)*

জানাত ২/৩৪


ফল: ৪৭ রানে জয়ী আফগানিস্তান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪