নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিং দেখে রীতিমত ভ্যাবাচেকা খাওয়ার জোগাড় সমর্থকদের। আমরা '১৩১' রান করার মত দল নই তামিম
সিরিজ শুরুর আগে অনেক আশার বাণী শুনিয়ে মাঠে এর প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ডানেডিনে সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল গুটিয়ে যায় ১৩১ রানে। বিষয়টি যেন মেনে নিতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল। তার দাবি, এত বাজে ব্যাটিং পারফরম্যান্সের মত দল বাংলাদেশ নয়।
তামিম বলেন, ‘কিন্তু ব্যাটিং নিয়ে আমরা অনেক গর্ব করি। ১৩০ (১৩১) রান করার মত দল আমরা না, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন। অবশ্যই আমরা ভালো করিনি।’
কেন ভালো করেনি বাংলাদেশ? তামিমের মতে, উইকেট বিলিয়ে দিয়ে আসাই কাল হয়েছে। ব্যাটসম্যানদের বিলাসী শট খেলার মানসিকতা যেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ থেকে ধারা বজায় রেখে স্থানান্তর হয়েছিল ডানেডিনে।
তামিম জানান, ‘আমাদের আউটগুলো যদি দেখেন, ৩-৪টাই অপ্রত্যাশিত। ভুল শট বাছাই করেছি দেখেই ১৩০ রান করেছি। সফট ডিসমিসালগুলোর পুনরাবৃত্তি না করলে… এখানে ভালো কিছু করতে হলে অন্ততপক্ষে আমাদের ২৭০-২৮০ রান করতে হবে।’
তবে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং এত সহজ ছিল না বলেও দাবি করেছেন তামিম, ‘সকালে ব্যাটিং করা কঠিন ছিল। গতিও ছিল, সুইংও ছিল।’
সূত্রঃ বিডিক্রিকটাইম