ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন তাসকিন

ক্রিকেট দুনিয়া March 20, 2021 1,331
ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন তাসকিন

নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারের ব্যাখ্যা দিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বলেন আসলে ব্যাটসম্যানরা যদি ভালো পুঁজি এনেদিতে না পারে তাহলে ভালো করা বোলারদের জন্য খুবই কঠিন। যদি আমাদের রান ২৮০ থেকে ৩০০ হতো তাহলে ম্যাচের চেহারাই পালটে যেতে পারতো।


ম্যাচের পরে অফিসিয়াল সংবাদ সম্মেলতে তাসকিন বলেন, আমাদের প্রিপারেশন ভালো ছিলো তবে মাঠে সেগুরোকে আমরা কাজে লাগাতে পারিনি তাই হয়তো রেজাল্ট এমন হলো। আমাদের আসলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।


তিনি বলেন, এখনও ভালো করার সুযোগ আছে কারণ, দুইটা ম্যাচ বাকি আছে এখনও সিরিজ হাতছাড়া হয়নি। আমরা জানি নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে জেতা কঠিন তারপরও সেটা তো অসম্ভব নয়। আমার প্রতআশা থাকবে সামনের ম্যাচে আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো।


কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্র্যাইস্চার্সে টাইগাররা মাঠে নামবে মঙ্গলবার ২৩ মার্চ। সেই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। - যমুনা টিভি অনলাইন