আহমেদাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বড় পড়াজয়ের সাথে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছিলো বিরাট কোহলি এবং তার দলকে। এবার সেই তিক্ত স্বাদ পেয়েছে ইয়ন মরগ্যান এবং তার দলও। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।
বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে ইংল্যান্ড। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে সফরকারীদের। তাদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
আহমেদাবাদে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি মরগ্যান বাহিনী। তারা নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার বেশি সময় নিয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রেফারির কাছে আইসিসির নিয়মের ২.২২ ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন মাঠে থাকা দুই আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন ও নীতিন মেনন এবং থার্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা।
ইত্যিমধ্যেই ইয়ন মরগ্যান এবং তার দল সেই ভুল মেনে নেওয়ায় আর কোনো শুনানির দরকার হচ্ছে না। - ডেইলি স্পোর্টস বিডি