দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে এই দুটি টেস্টের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে করেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।
আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল। এমনটা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা মাথায় রেখে সূচি প্রস্তুত করেছে এসএলসি।
ঘোষিত সূচি অনুযায়ী, শ্রীলঙ্কায় পৌঁছে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল নিজেদের ভাগ হয়ে কাটুনায়েকেতে খেলবে বাংলাদেশ দল।
এরপর আগামী ২১ মার্চ থেকে শুরু হবে দুই দলের এই টেস্ট সিরিজ। এরপর দ্বিতীয় টেস্টে অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। আর দুটোই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামকে।
• বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ: ১৭-১৮ এপ্রিল, কাটুনায়েকে
প্রথম টেস্ট: ২১-২৫ এপ্রিল, ক্যান্ডি
দ্বিতীয় টেস্ট: ২৯ এপ্রিল-৩ মে, ক্যান্ডি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪