ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টি জিতে ভারত সিরিজে সমতা ফেরালেও অধিনায়ক বিরাট কোহলির জন্য দিনটা ভালো ছিল না। আদিল রশিদের বলে জস বাটলারের কাছে স্টাম্পিং হওয়ার আগে মাত্র এক রান করেন। পরে ইংল্যান্ডের রান তাড়ায় ডেথ ওভারের সময় মাঠ থেকে উঠে যান তিনি। শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে বাকি সময়ে নেতৃত্ব দেন সহঅধিনায়ক রোহিত শর্মা।
শেষ চার ওভারে যখন ইংল্যান্ডের ৪৬ রান দরকার, তখন রোহিতকে দায়িত্ব দিয়ে মাঠ ছাড়েন কোহলি। ওই সময় বেন স্টোকস ও এউইন মরগানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। দারুণ ফিল্ড প্লেসমেন্ট ও বোলিং পরিকল্পনায় অধিনায়কের অভাব টের পেতে দেননি রোহিত।
ম্যাচ শেষে কোহলি জানালেন তার মাঠ থেকে উঠে যাওয়ার কারণ। বড় কোনও ইনজুরি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নেন। কোহলি বলেছেন, ‘আমি বল থামাতে দৌড়ালাম, ডাইভ দিয়ে তা ছুড়ে মারলাম। তখন থেকে খারাপ লাগছিল। আউটফিল্ডে না থেকে ইনার রিংয়ে ফিল্ডিং করছিলাম। আমি চাইনি ইনজুরিটা গুরুতর হয়ে উঠুক, তাই বিশ্রাম নিয়েছি।’
সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে চিন্তার কারণ নেই বললেন কোহলি। শনিবারের ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন আশাবাদী ৩২ বছর বয়সী ভারতীয় অধিনায়ক, ‘এটা গুরুতর কিছু নয়। পরশুর মধ্যে আমাকে সুস্থ হয়ে উঠতে হবে, ওই দিন সন্ধ্যায় ম্যাচ। মাঠ থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত সম্ভবত যথার্থ ছিল।’
সূত্রঃ রাইজিংবিডি