ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ভারত

ক্রিকেট দুনিয়া March 19, 2021 1,614
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজের জন্যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ সদস্যের দলে অভিষেকের অপেক্ষায় তিন জন। তারা হলেন– প্রসিধ কৃষ্ণ, ক্রুনাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদব।


সূর্যকুমার যাদবকে টি টোয়েন্টির পর ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলায় এখন ৫০ ওভারের ফরম্যাটে ডাক পেলেন তিনি।


ভারতের পেস আক্রমণে আছেন টি নাটারাজন, ভুবনেশ্বর কুমার, মো: সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শারদুল ঠাকুরের ওপর। এছাড়া স্পিন আক্রমণ সামলাবেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দররা।


আগামী ২৩ মার্চ পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। এদিকে দুই দল পরের দুই ম্যাচে একই ভেন্যুতে লড়বে যথাক্রমে আগামী ২৬ ও ২৮ মার্চ।


ভারতের ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।


সূত্রঃ স্পোর্টসজোন২৪