ডিআরএসের মত সফট সিগন্যাল আইনেরও পরিবর্তন চান কোহলি

ক্রিকেট দুনিয়া March 19, 2021 929
ডিআরএসের মত সফট সিগন্যাল আইনেরও পরিবর্তন চান কোহলি

আহমেদাবাদে শ্বাসরুদ্ধকর চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে মাত্র ৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ ফের সমতায় ফিরিয়েছে ভারত। তবে ম্যাচ শেষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ঠিকই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।


ঘটনা ভারতের ইনিংসের ১৪তম ওভারের। অভিষেক ইনিংসেই দূর্দান্ত ব্যাট করা সূর্যকুমার যাদব স্যাম কারেনের শর্ট বলে পুল করলে ডিপ স্কয়ার লেগে দাভিড মালানের হাতে ধরা পড়েন।


মাঠের আম্পায়াররা সফট সিগন্যালে আউট দেওয়ার পর, থার্ড আম্পায়ারও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে বল মালানের হাতে তালুবন্দী হওয়ার সময় মাটিতে স্পর্শ করেছিলো।


এমন বিতর্কিত সিদ্ধান্তের পর অনেক সাবেক ক্রিকেটার এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। যেখানে বাদ যাননি ভারতীয় অধিনায়ক কোহলিও। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,


“আম্পায়ারের ‘সফট সিগন্যাল’ সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এই নিয়ম বন্ধ হওয়া দরকার।


নয়ত এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ম্যাচে আরও বেশি স্বচ্ছতা আশা করি আমরা।’’


সেই সাথে ম্যাচসেরা সূর্যকুমারের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, “সে দারুণ ব্যাট করেছে। আমাদের তাক লাগিয়ে দিয়েছে। এর আগে ঈশান কিষাণও তার অভিষেক ম্যাচে অসাধারণ ব্যাট করেছিলো।


আইপিএলের বদৌলতে আমরা বেশ কিছু ভয়ডরহীন মানসিকতার ক্রিকেটারকে পেয়েছি। আমি দিনে দিনে এদের ভক্ত হয়ে উঠছি।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি