বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ক্রিকেট দুনিয়া March 19, 2021 787
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

সাগর আর পাহাড়ের মায়ার বাঁধনে জড়ানো দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ছবির মতো একটি দেশ। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি।সারা বিশ্বের পর্যটকদের চুম্বকের মতো টানে।


আগের পাঁচটি সফরই বাংলাদেশের জন্য পরাজয়ের ক্যানভাস হয়ে রয়েছে। তিন ফরম্যাটেই হতাশা আর হাহাকার। জয় যেন আকাশের চাঁদ। এবারই জয়খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ। কেন উইলিয়ামসন ও রস টেলরবিহীন কিউইদের হারানোর এই তো সময়।


নিউজিল্যান্ডের এখন পর্যন্ত দেশটিতে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। তবে এবার ইতিহাস গড়ার সুযোগ তামিম বাহিনীর। সেই ইতিহাস গড়তে ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে আজ (১৯ মার্চ) কিউই অধিনায়ক টম লাথামের সাথে ট্রফি উন্মোচন করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।


আগামীকাল ২০ মার্চ ডানেডিনে বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে তামিম ইকবালরা।


ডানেডিনের তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ক্রিকেট খেলার জন্য উপযোগী। ইউনিভার্সিটি ওভাল মাঠটাও বাংলাদেশের অপরিচিত নয়। ২০১৯ সালের সফরেও এই মাঠে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।


এছাড়া ২০০৮ সালে একটি টেস্ট এবং ২০১০ সালে একটি ওয়ানডেও খেলেছে টাইগাররা। কালই প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যুতে অনুশীলন করেছে সফরকারীরা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪