পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া March 19, 2021 919
পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যে স্কোয়াডে নেই পাঁচ তারকা ক্রিকেটার। একাধিক নতুন ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে দক্ষিণ আফ্রিকা।


টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ডেভিড মিলার। মূলত তখন তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকবেন। যার কারণে বিশ ওভারের স্কোয়াডে নেই তারা।


এদিকে দলকে নেতৃত্ব দেবেন কিছুদিন আগে কুইন্টন ডি ককের থেকে অধিনায়কত্ব পাওয়া টেম্বা বাভুমা। দুই দলের অধিনায়কের দায়িত্বে এই ব্যাটসম্যান।


প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইহান লুবে ও লিজাড উইলিয়ামস। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন অলরাউন্ডার লুবে। ফাস্ট বোলার উইলিয়ামস জায়গা পেয়েছেন সীমিত ওভারের দুই দলেই। প্রথমবার টি-টোয়েন্টি দলে এসেছেন মিগেল প্রিটোরিয়াস ও কাইল ভেরেইন। ওয়ানডে দলে ফিরেছেন এইডেন মারক্রাম ও ভিয়ান মুল্ডার।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২ এপ্রিল। পরের ম্যাচ দুইটি হবে যথাক্রমে ৪ এপ্রিল ও ৭ এপ্রিল। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ এপ্রিল জোহানেসবার্গে। পরের ম্যাচ দুইটি হবে ১২ এপ্রিল ও ১৪ এপ্রিল। দ্বিতীয়টিও জোহানেসবার্গে ও তৃতীয়টি হবে সেঞ্চুরিয়নে।


দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিউরান হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, জন জন স্মাটস, রাসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, লুথো সিপাম্লা, ভিয়ান মুল্ডার, সিসান্দা মাগালা, কাইল ভেরেইন, ড্যারিন ডুপাভিলন, লিজাড উইলিয়ামস।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), বিওর্ন ফরচুন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, রাসি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরেজ শামসি, লুথো সিপাম্লা, কাইল ভেরেইন, পাইট ফম বিলওন, মিগেল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, ভিহান লাবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪