ভারতের বিপক্ষে সিদ্ধান্ত দেওয়ায় মাঠেই শাস্তি দেয়া হলো আম্পায়ারকে

ক্রিকেট দুনিয়া March 18, 2021 6,136
ভারতের বিপক্ষে সিদ্ধান্ত দেওয়ায় মাঠেই শাস্তি দেয়া হলো আম্পায়ারকে

প্রথমে সূর্যকুমারের হাঁকানো বলে ডেভিড মালানের মাটিতে ঘষা লাগা বলে আউট, তখনই সমালোচনায় উত্তাল হয়ে উঠে টুইটার। সেই আগুনে যেন আরেকটু ঘি ঢেলে দিলেন আম্পায়ার। ইনিংসের শেষ ওভারে এবার ওয়াসিংটন সুন্দরকে দিলেন বিতর্কিত আরেক ক্যাচে আউট। তাতেই ইনিংস শেষে তাকে শাস্তি দিতেও বেশিক্ষণ দেরি হয়নি বলে জানালো বিসিসিআই।


দারুন ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দুর্ভাগ্য, বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ৫৭ রানে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।


স্কুপ করে ফাইন লেগ বাউন্ডারিতে বল পাঠাতে চেয়েছিলেন, টাইমিং ভাল হয়নি। ডেভিড মালান দৌড়ে এসে ক্যাচ ধরেন। প্রথম দৃষ্টিতে দেখে আউটই মনে হয়েছিল। কিন্তু টিভি রিপ্লে দেখে মনে হল, বল ধরার পর মাটিতে ঘষা লাগিয়ে ফেলেছেন মালান।


থার্ড আম্পায়ার বারবার বলতে থাকেন, সিদ্ধান্ত দেওয়ার মতো স্পষ্ট কোনও প্রমাণ পাচ্ছেন না তিনি। সফট সিগন্যাল অর্থাৎ মাঠের আম্পায়ার আউট দিয়েছিলেন, তাই সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে ধরা হয়।


ইনিংসের শেষ ওভারের চতুর্থ বল, জোফরা আর্চারের বাউন্সার স্কুপ করেন ওয়াশিংটন সুন্দর। বল সোজা চলে যায় থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা আদিল রশিদের মতো। একইভাবে এটিও মনে হচ্ছিল ভালভাবেই ধরেছেন ক্যাচ। সেজন্য সফট সিগন্যাল আউট দেন আম্পায়ারও।


কিন্তু পরবর্তী তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা দেয় বিপত্তি। কখনো মনে হচ্ছিল বাউন্ডারিতে পা লেগেছে আবার কখনো মনে হচ্ছিল লাগেনি। তবে বাউন্ডারি পা স্পর্শ করার সম্ভাবনায় বেশি ছিল। আম্পায়ার ভালোভাবে বুঝতে না পেরে মাঠের আম্পায়ারের সফট সিগন্যালে আউট দেন।


এমন আউটেে পরই ভারতের সাবেক ক্রিকেটার থেকে বর্তমান অনেকেই সমালোচনায় মাতেন আম্পায়ারের। ভারতীয় ভক্তরা তো রীতিমতো ধুয়ে দিয়েছেন আম্পায়ারকে।


এদিকে ইনিংসের পরই এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, এমন বিতর্কিত সিদ্ধান্তের জন্য শাস্তি হিসেবে আম্পায়ার ভারেন্দ শর্মার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। - স্পোর্টসজোন২৪