সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মার্চে আসন্ন নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এরপর আইপিএল খেলতে এপ্রিলের শ্রীলঙ্কা সফর থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে মে তে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন সাকিব।
বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। মে মাসের মাঝামাঝি সময়ে লষ্কানরা অবস্থান করবে বাংলাদেশ। এরপর মাসের শেষ দিকে শুরু হবে সিরিজ। তখন আইপিএল চললেও বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
গণমাধ্যমকে তিনি জানান, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব। যদিও ৩০ মে পর্যন্ত চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি।
এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুইবার চ্যাম্পিয়নশিপ জেতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার সেই দলের হয়ে খেলবেন তিনি। - স্পোর্টসজোন২৪