পুরোনো হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সে কারণেই মঙ্গলবার কুইন্সটাউনে নিজেদের মধ্যে আয়োজিত একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেননি এই ওপেনার।
তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগার দলপতি খেলতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷ তবে তামিমের খেলার বিষয়ে কোনো প্রকার চাপ দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।
বরং খোদ তামিম ইকবালকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। বুধবার ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মুখপাত্র জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেছেন,
“আমি মনে করি সে(তামিম) বেশ দ্রুত উন্নতি করছে এবং এমআরআই রিপোর্টেও জানা গেছে আঘাত গুরুতর নয়। তবে সে এখনও কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং আগামীকাল (আজ) অনুশীলন শুরু করার পরেই সে তার অবস্থান বুঝতে পারবে।”
তিনি আরও যোগ করেছেন, “আমি মনে করি তার নিজেরই সিদ্ধান্ত নিতে হবে (আসন্ন ওয়ানডেতে অংশ নেওয়া প্রসঙ্গে) কেননা, তার শারীরিক অবস্থার বিচার করা জন্য সে নিজেই সেরা ব্যক্তি।”
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি