অসভ্য আচরণে বারবার নেতিবাচক খবরে ধরা দিতেন তিনি। বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে শাহাদাত হোসেন রাজিবকে। তবে আবেদনের প্রেক্ষিতে তার সেই নিষেধাজ্ঞা হুট করেই তুলে নেওয়া হয়েছে।
শাহাদাতের শাস্তি মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে কার্যত আর কোনো বাধা নেই তার। আর তাইতো দিয়েছেন ইয়ো ইয়ো টেস্ট তথা ফিটনেস টেস্ট। আর সেই টেস্টে চমক দিলেন শাহাদাত। ইয়ো ইয়ো টেস্টে তার স্কোর ওঠে ১৯.১, যা এবারের ফিটনেস টেস্টে পেসারদের মধ্যে সেরা স্কোর।
সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হয়েছে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪