সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের ডানেডিনে পৌঁছেছে বাংলাদেশ। আজ (১৭ মার্চ) বাংলাদেশ সময় ১০ টার দিকে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যুতে পৌঁছান তামিম ইকবালরা। এখানেই হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচ।
এর আগে ক্রাইস্টচার্চে পৌছে ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিল বাংলাদেশ। সেখান থেকে কোয়ারেন্টাইনের পরের ৭ দিন কুইন্সটাউনে ছিল বাংলাদেশ। এখানে একটি প্রস্তুতি ম্যাচ সহ প্রয়োজনীয় অনুশীলন সেরেছে অতিথিরা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ম্যাচ ২০ মার্চ। একই মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ ২৩ মার্চ। ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে চলতি মাসের ২৬ তারিখে। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে সফরকারী বাংলাদেশ।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি