আহমেদাবাদে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে আবারো সিরিজে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। ভারত অধিনায়ক বিরাট কোহলির দারুণ ব্যাটিং এদিন ম্লান হয়ে যায় ইংলিশ ওপেনার জস বাটলারের ঝড়ের সামনে।
মঙ্গলবার (১৬ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান জড়ো করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৪৬ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা।
দলের অন্যরা এদিন নিজেদের মেলে ধরতে পারেননি। টানা ব্যর্থতার পরিচয় দিয়ে এই ম্যাচেও শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। রিশভ পান্ট ২০ বলে ২৫, হার্দিক পান্ডিয়া ১৫ বলে ১৭ ও রোহিত শর্মা ১৭ বলে ১৫ রান করেন। ইংলিশদের পক্ষে মার্ক উড তিনটি এবং ক্রিস জর্ডান দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ফর্মে থাকা ওপেনার জেসন রয়কে (১৩ বলে ৯) হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে বাটলার এদিন চেনা রূপে ধরা দেন। ডেভিড মালান ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেও জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার একাই জিতিয়ে দেন দলকে, ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই।
৫টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বেয়ারস্টো। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জয় দিয়ে সিরিজ সূচনা করা ইংল্যান্ড।
• সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড
ভারত : ১৫৬/৬ (২০ ওভার)
কোহলি ৭৭*, পান্ট ২৫
উড ৩১/৩, জর্ডান ৩৫/২
ইংল্যান্ড : ১৫৮/২ (১৮.২ ওভার)
বাটলার ৮৩*, বেয়ারস্টো ৪০*
সুন্দর ২৬/১, চাহাল ৪১/১
ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
সূত্রঃ বিডিক্রিকটাইম