হোয়াইটওয়াশের সঙ্গে আইসিসির শাস্তিও পেলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া March 16, 2021 865
হোয়াইটওয়াশের সঙ্গে আইসিসির শাস্তিও পেলো শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের সঙ্গে শাস্তি পেয়েছে শ্রীলঙ্কা। মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের। সেই সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আলাদা শাস্তি পেয়েছেন দানুশকা গুনাথিলাকা।


অ্যান্টিগায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে গত রোববার নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে শ্রীলঙ্কা। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।


এই সুবাদে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ৪০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া ম্যাচটি ৫ উইকেটে হেরে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের তেতো স্বাদ পায় সফরকারীরা।


ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মন্থর ওভার রেটের অভিযোগ আনলে তা মেনে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। যে কারণে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


অন্যদিকে আচরণবিধি ভাঙায় গুনাথিলাকাকে তিরস্কার করেছে আইসিসি। লঙ্কান এই অলরাউন্ডারের নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। ২৭৪ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩৫তম ওভারের এই ঘটনা ঘটে।


গুনাথিলাকাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন নিকোলাস পুরান। তাকে উদ্দেশ করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন লঙ্কান এই ক্রিকেটার। যদিও রেফারির কাছে তিনি দোষ স্বীকার করায় এই বিষয়েও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি