যে কারনে প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম

ক্রিকেট দুনিয়া March 16, 2021 817
যে কারনে প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে আগামী ২০ মার্চ থেকে, ওয়ানডে সিরিজ দিয়ে। তার আগে দলের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচ। যদিও নিজের নামে একাদশ থাকা সত্ত্বেও এই ম্যাচে খেলেননি তামিম ইকবাল।


লাইভ লিটনের পর শান্ত'র বিদায়, ফিফটির পথে তামিম

জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নামে ঠিকই তামিম একাদশ প্রস্তুতি ম্যাচে লড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের বিপক্ষে। তবে এই ম্যাচে খেলেননি তামিম। উরুর হালকা চোটে ভোগা বাঁহাতি ওপেনার সতর্কতার অংশ হিসেবেই আপাতত ব্যাট-প্যাড থেকে দূরে রয়েছেন।


দলীয় সূত্র জানিয়েছে, উরুতে কিছুটা অস্বস্তি হচ্ছে ওয়ানডে দলপতির। ম্যাচের আগে দল তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। তামিম একাদশ নামে তার দল প্রস্তুতি ম্যাচে ঘাম ঝরালেও তামিম ছিলেন সাইডলাইনে বসে। - বিডিক্রিকটাইম