শেষ ম্যাচেও হেরে শূন্য হাতে বাড়ি ফিরছে বাংলাদেশ লিজেন্ডস

ক্রিকেট দুনিয়া March 15, 2021 1,001
শেষ ম্যাচেও হেরে শূন্য হাতে বাড়ি ফিরছে বাংলাদেশ লিজেন্ডস

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ লিজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস। রায়পুরে এই ম্যাচেও হেরেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের দলটি। ফলে শূন্য হাতেই টুর্নামেন্ট থেকে ফিরছে বাংলাদেশ লিজেন্ডস।


দুই ওপেনারের দৃঢ়তায় ১৬১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ১০ উইকেটে জেতে প্রোটিয়ারা। পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ লিজেন্ডস হেরেছে পাঁচটি ম্যাচেই। বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস নিশ্চিত করেছে সেমিফাইনাল।


সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচ দিয়েই শেষ হল বাংলাদেশের টুর্নামেন্ট। এর আগে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের মুখোমুখি হয়ে চার ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। - বিডিক্রিকটাইম