ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যেসব অধিনায়ক

ক্রিকেট দুনিয়া March 15, 2021 723
ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যেসব অধিনায়ক

ক্রিকেট মানেই একটি পরিসংখ্যানের খেলা! এখানে প্রতিটি বিষয়কে হিসাব রাখা হয়। বিরাট কোহলির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অন্তর্জাতিক ক্রিকেটে শেষ ৫টি ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এদিন ইংল্যান্ড এর বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে শূন্য রানে ফিরে গিয়ে এক অগৌরবের রেকর্ড গড়েন কোহলি। একনজরে দেখে নেওয়া যাক, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শূন্য রানে আউট হয়েছেন যে পাঁচ ভারতীয় অধিনায়ক:-


৫) মনসুর আলী খান পতৌদি: ৮ বার-: মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মনসুর আলী খান । জাতীয় দলের হয়ে তিনি ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত মোট ৪৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক। এই সময় তিনি ব্যাট হাতে মোট ৮ বার রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে আসেন।


৪) কপিল দেব: ১০ বার-: প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি ৯টি সেঞ্চুরি সহ ৯ হাজারেরও বেশি রান করেছেন। পরিসংখ্যানের কথা বললে, অধিনায়ক হিসেবে তিনি মোট ১০৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১০ বার শূন্য রানে আউট হন।


৩) মহেন্দ্র সিং ধোনি: ১১ বার-: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল প্রথম বার এক নম্বর স্থানে উঠে আসে। এছাড়া আইসিসির সমস্ত ট্রফিগুলি তার নেতৃত্বে ভারতীয় দল জয়লাভ করে। পরিসংখ্যানের কথা বললে, অধিনায়ক হিসেবে তিনি মোট ৩৩২টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১১ বার শূন্য রানে আউট হন।


২) সৌরভ গাঙ্গুলী: ১৩ বার-: এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্বে ভারতীয় দল ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠলেও নিরাশ হতে হয়েছিল। পরিসংখ্যানের কথা বললে, অধিনায়ক হিসেবে তিনি মোট ১৯৬টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৩ বার শূন্য রানে আউট হন।


১) বিরাট কোহলি: ১৪ বার-: বিরাট কোহলির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অন্তর্জাতিক ক্রিকেটে শেষ ৫টি ইনিংসে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। ব্যাট হাতে বিরাটের ঝুলিতে গৌরবের রেকর্ডের বদলে যুক্ত হচ্ছে একের পর এক লজ্জার নজির। ভারত অধিনায়ক হিসেবে সবথেকে বেশি আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য করার নজির গড়লেন তিনি। পরিসংখ্যানের কথা বললে, অধিনায়ক হিসেবে মোট ১৯৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৪ বার শূন্য রানে আউট হন।


সূত্রঃ স্পোর্টসআওয়ার২৪