ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন দল ভারত। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেসেখেলে জিতেছে ভারত। যদিও কোহলিদের চওড়া হাসির মাত্রা কিছুটা হলেও কমেছে। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে গোটা দলকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ভারতীয় দলকে শাস্তির আওতায় আনেন। নির্ধারিত সময়ে ভারত ১ ওভার কম করতে পারে। আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী মিনিমাম ওভার রেটের অপরাধে প্রতি ১ ওভারের জন্য দলের সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলি এই শাস্তি মেনে নিয়েছেন, তাই আলাদা করে এর জন্য শুনানির দরকার পড়েনি। অন ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরি ও কেএন অনন্তপদ্মানাভান, তৃতীয় আম্পায়ার ভিরেন্দর শর্মা ভারতীয় দলের ওপর অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
সূত্রঃ ক্রিকেট৯৭