টাইগারদের প্রস্তুতি ম্যাচের একাদশে নিউজিল্যান্ডের ৫ ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া March 15, 2021 788
টাইগারদের প্রস্তুতি ম্যাচের একাদশে নিউজিল্যান্ডের ৫ ক্রিকেটার

আগামী ২০ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তাই সিরিজ শুরুর আগে আগামীকাল ১৬মার্চ(সোমবার) নিজেদের মধ্যে দুই গ্রুপে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমরা।


কিন্তু প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের কয়েকজন খেলোয়াড় সংকট দেখা দিয়েছে। যেহেতু এই সফরে ২০ জন খেলোয়াড় রয়েছে তাই নিউজিল্যান্ডের স্থানীয় পাঁচ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।


হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং পহেলা এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। - স্পোর্টসআওয়ার২৪