রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমি ফাইনালে উঠবার লক্ষ্যে রায়পুরের বীর নারায়ন সিং স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস।
জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকা ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার ৩ নাম্বারে। তাদের উপরে আছে স্বাগতিক ভারত লিজেন্ডস এবং শ্রীলঙ্কা লিজেন্ডস। তাদের দুই দলের পয়েন্টই সমান ১৬। এখান থেকে আজকের ম্যাচে জয় পেলেই ৩য় দল হিসেবে সেমি ফাইনালের টিকেট পাবে প্রোটিয়ারা।
অন্যদিকে, ইতোমধ্যে ৪ ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মোহাম্মাদ রফিকের দল। বাংলাদেশের জন্য ম্যাচটি ডেড রাবার হলেও মহা গুরুত্বপূর্ণ রোডসের দলের জন্য। অবশ্য এক ম্যাচ খেলা অস্ট্রেলিয়া এবার আসেনি করোনা ভাইরাসের জন্য। তাদের পাওয়া এক ম্যাচের ৪ পয়েন্ট যুক্ত হয়েছে বাংলাদেশের খাতায়।
পর পর চার ম্যাচ হারলেও শেষের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের লিজেন্ডসরা। নাজিমউদ্দিনের ব্যাটিং নৈপূণ্যে দেড়শোর্ধ্ব রান করেও হারতে হয়েছে বোলিং ব্যার্থতায়। ফলে বাংলাদেশকে হারানো সহজ হবেনা দক্ষিণ আফ্রিকার জন্য।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি