ব্রাভোর সেঞ্চুরিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো উইন্ডিজরা

ক্রিকেট দুনিয়া March 15, 2021 746
ব্রাভোর সেঞ্চুরিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো উইন্ডিজরা

নিজেদের ক্রিকেটে এতটা দুঃসময় পার করেছে কি শ্রীলঙ্কা? লিজেন্ডস ট্রফিতে এখনো দুর্দান্ত খেলছেন দিলশান-মুরালিরা। যখন টেবিল টপার থেকে শ্রীলঙ্কা লিজেন্ডস যাচ্ছে রোড সেফটি সিরিজের পরের রাউন্ডে তখনই তাদেরই উত্তরসূরীরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হলো হোয়াইটওয়াশ।


তিন ম্যাচ ওয়ানডে সিরিজে কোন ম্যাচেই যে খুব খারাপ খেলেছে শ্রীলঙ্কা সেটা বলা যাবেনা। কিন্তু ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা গড়ে দিয়েছেন ব্যবধান। তাইতো সবগুলো ওয়ানডেতেই হেরে উইন্ডিজদের কাছে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা পেল লঙ্কানরা।


সিরিজের শেষ ম্যাচটিতেও আগের দুই ম্যাচের মতোই টসে হার। ফলাফলের আগে ব্যাটিং। আবারো রান টা হলো বটে কিন্তু জেতার নয়। শ্রীলঙ্কান ৬ উইকেটে করলো ২৭৪ আর ক্যারিবিয়ানরা সেটা টপকে গেল ৫ উইকেট হাতে রেখেই।


ব্যাটিংয়ে নেমে ৬৮ রানের ওপেনিং জুটি, এরপরই ধরে ভাঙন। আকিলের ঘূর্নিতে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১৫১ রানে পড়ে ৬ উইকেট। এমন চাপের মুখে ক্রিজে এসে চাপকে যেন তুড়ি মেরে উড়ে দেন হাসারাঙ্গা ডি সিলভা। তাকে বেশ সঙ্গ দেন নবাগত বান্দারাও।


দুজনে পেছনে ফিরে না তাকিয়ে যেন এগুচ্ছিলেন কেবল সামনের দিকে। ভয় ডর হীন ব্যাটিং করে ৪৮ বলে ফিফটি তুলে নেন হাসারাঙ্গা। বান্দারার ফিফটি করতে লাগে ৭২ বল। দলকে ভাল অবস্থানে নেবার পর শেষ দিকে ঝড় তোলেন ডি সিলভা।


শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি গড়েন বান্দারার সাথে। যা ক্যারিবিয়ানদের বিপক্ষে লঙ্কানদের সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। তাতেই লড়ায় করার পুঁজি পায় সফরকারীরা। হাসারাঙ্গা ৮০ ও বান্দারা ৫৪ রানে অপরাজিত ছিলেন।


জবাবে ব্যাট করতে নেমে আজ ওপেনিংয়ে বড় জুটি করতে পারেননি লুইস। তবে আজও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শাই হোপ। গর্ডন গ্রীনিজ, ক্রিস গেইলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবব টানা ছয় ওয়ানডেতে ৫০ বা এর বেশি রান করার রেকর্ড গড়েন তিনি। ৬৪ রান করে বিদায় নেন হোপ।


এরপর পুরান-জেসন মোহাম্মদরা দ্রুত ফিরলেও বড় জুটি গড়েন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড। অসার ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ব্রাভো। ১০২ রান করে আউট হন তিনি। তবে ৪২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কাইরন পোলার্ড।


সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা: ২৭৪/৬(৫০)

হাসারাঙ্গা ৮০*, বান্দারা ৫৪*

আকিল হোসেন ৩/৩৩


ওয়েস্ট ইন্ডিজ: ২৭৬/৫(৪৮.৩)

ব্রাভো ১০২, হোপ ৬৪

লাকমাল ২/৫৬


ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

সিরিজ ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৩-০ তে জয়ী

ম্যাচ সেরা: ড্যারেন ব্রাভো

সিরিজ সেরা: শাই হোপ


সূত্রঃ স্পোর্টসজোন২৪