ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ২০ সদস্যের বহর নিয়ে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার পূর্বে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন সিরিজ জয়ের আকাঙ্ক্ষার কথা। জানাতে যে হবেই! নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনও যে কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশ দলের।
এখন পর্যন্ত উইলিয়ামসনদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘ছেলেরা সবাই এখানে পেশাদার। তারা জানে তাদের কি করতে হবে।
তারা এটাও ভালো করে দুই সপ্তাহের মধ্যেই লাল-সবুজের রঙিন জার্সি পরে আবারো মাঠে নেমে যেতে হবে। ভবিষ্যৎ নিয়ে তাঁদের মাইন্ড এবং ফোকাস যথেষ্ট পরিস্কার, অতীত নিয়ে নয়।‘
এদিকে কুইন্সল্যান্ডে পুরোদমে চলছে টাইগারদের নিবির অনুশীলন। আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তামিমবাহিনী। চলুন এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত/নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪