রোহিতকে দলে না নেওয়ায় তীব্র সমালোচনার মুখে কোহলি

ক্রিকেট দুনিয়া March 14, 2021 841
রোহিতকে দলে না নেওয়ায় তীব্র সমালোচনার মুখে কোহলি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একদম ভালো হয়নি ভারতের। আহমেদাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বিরাট কোহলিরা, হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।


মূলত ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিলো চোখের পড়ার মতো। ইংল্যান্ডের দাপুটে বোলিংয়ে শ্রেয়াস আয়ার ব্যতীত অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। ফলে ২০ ওভারে মাত্র ১২৪ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।


শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে সুযোগ হয়নি রোহিত শর্মার। সবাইকে বেশ অবাক করে হঠাৎই বিশ্রাম দেওয়া হয় তারকা ওপেনারকে। টসের সময়ে রোহিতের অনুপস্থিতি নিয়ে করা প্রশ্নে ভারতীয় অধিনায়ক জানান, প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি ব্যাটসম্যানকে।


আর এতেই বেশ চটেছেন দেশটির সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ। রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলির তীব্র সমালোচনা করেছেন তিনি। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন,


“শুনলাম রোহিত শর্মাকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা শোনার পর আমার প্রশ্ন, এই নিয়ম কি বিরাট কোহলির জন্যও প্রযোজ্য? আমি তো এরকম একটা ম্যাচও মনে করতে পারছি না, যেখানে কোহলি নিজে বিশ্রাম নিয়েছে। অধিনায়ক নিজে যদি বিশ্রাম না নেয়, তাহলে সে অন্য একজনকে কীভাবে বিশ্রাম নিতে বলতে পারে?’’


আহমেদাবাদ আজ (রবিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। করোনা ঝুঁকির কথা মাথায় রেখে সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টিও ১৬, ১৮ এবং ২০ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি