ব্যাটসম্যানরা ছুটবেন রানের জন্য, বোলার-ফিল্ডাররা রান আটকানোর আপ্রাণ চেষ্টা করবেন- এই তো নিয়ম। কিন্তু আফগানিস্তানের ফিল্ডাররা বদান্যতা দেখিয়ে জিম্বাবুয়েকে ৩ রান বেশি দিতে চেয়েছিলেন। তাতে শাস্তি পেতে হয়েছে আসগর-রশিদের দলকে।
জোর করে বাউন্ডারি বানানোয় আফগানিস্তানের শাস্তি
আবুধাবিতে চলছে আফগানিস্তানের হোম সিরিজের দ্বিতীয় টেস্ট, যেখানে প্রতিপক্ষ হিসেবে লড়ছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ২ দিনে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাকফুটে আছে জিম্বাবুয়াইনরা।
আফগানিস্তান জিম্বাবুয়েকে আরেকটু বেশি ব্যাকফুটে ঠেলে দিতেই জোর করে বাউন্ডারি বানিয়েছিল তৃতীয় দিন, যার মাশুলও গুনতে হয়েছে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের শেষদিকে তখন ৯১তম ওভারের খেলা চলছে। সায়েদ শিরজাদের করা ওভারের শেষ বলকে পয়েন্টে ঠেলে এক রান নেন সিকান্দার রাজা।
ওভারের শেষ বলে রান নেওয়ায় স্বভাবতই পরের বলে আবারো স্ট্রাইকে আসতেন তিনি। কিন্তু আফগানরা চাইছিলেন, রাজার বদলে পরের ওভারে যেন স্ট্রাইকিং প্রান্তে থেকে শুরু করেন ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে থাকা আনকোরা ব্লেসিং মুজারাবানি।
আর সেই লক্ষ্যে রাজার বল না আটকে স্বেচ্ছায় চার বানিয়ে দেন ফিল্ডার হাশমতউল্লাহ শহীদী। দুই আম্পায়ার আলিম দার ও আহমেদ শাহ পাকতিন অবশ্য ব্যাপারটাকে ভালোভাবে নেননি।
রাজা আপত্তি জানানোর পর তারা বিষয়টি পর্যালোচনা করেন। আফগানদের জোর করে দেওয়া ৪ রানের সাথে আম্পায়াররা গণনা করেন দৌড়ে নেওয়া ১ রানটিও। এমনকি পরের ওভারে স্ট্রাইকে পাঠানো হয় রাজাকেই, মুজারাবানিকে নয়।
ক্রিকেট দুনিয়ায় এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এমন কাণ্ড ঘটিয়েছিলেন বীরেন্দর শেবাগ, যার কারণে ভারতকে ঠিক আফগানিস্তানের মতই রানের জরিমানা গুনতে হয়। - বিডিক্রিকটাইম