ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের পূর্ণাঙ্গ সূচি গত রোববার প্রকাশিত হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। এবারের আইপিএলের সব খেলা হবে ভারতের ছয়টি শহরে।
এবারের আসরে আইপিএলের মাঠ মাতাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মোস্তাফিজ।
গত ১৮ ফেব্রুয়ারি হওয়া নিলাম থেকে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।
আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ১২ এপ্রিল মুম্বাইয়ে মোস্তাফিজের প্রথম ম্যাচে রাজস্থানের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
• কলকাতা নাইট রাইডার্সের সকল ম্যাচের সূচিঃ
১১ এপ্রিল – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (চেন্নাই)
১৩ এপ্রিল – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (চেন্নাই)
১৮ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (চেন্নাই, বিকেল ৪.০০টা)
২১ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বাই)
২৪ এপ্রিল – বনাম রাজস্থান রয়্যালস (মুম্বাই)
২৬ এপ্রিল – বনাম পাঞ্জাব কিংস (আহমেদাবাদ)
২৯ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিট্যালস (আহমেদাবাদ)
০৩ মে – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আহমেদাবাদ)
০৮ মে – বনাম দিল্লি ক্যাপিট্যালস (আহমেদাবাদ, বিকেল ৪.০০টা)
১০ মে – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (ব্যাঙ্গালুরু)
১২ মে – বনাম চেন্নাই সুপার কিংস (ব্যাঙ্গালুরু)
১৫ মে – বনাম পাঞ্জাব কিংস (ব্যাঙ্গালুরু)
১৮ মে – বনাম রাজস্থান রয়্যালস (ব্যাঙ্গালুরু)
২১ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ব্যাঙ্গালুরু, বিকেল ৪.০০টা)
• রাজস্থান রয়্যালসের সকল ম্যাচের সূচিঃ
১২ এপ্রিল – বনাম পাঞ্জাব কিংস (মুম্বাই)
১৫ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিট্যাল (মুম্বাই)
১৯ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বাই)
২২ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (মুম্বাই)
২৪ এপ্রিল – বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বাই)
২৯ এপ্রিল – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি, বিকেল ৪.০০টা)
০২ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দিল্লি, বিকেল ৪.০০টা)
০৫ মে – বনাম চেন্নাই সুপার কিংস (দিল্লি)
০৮ মে – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি)
১১ মে – বনাম দিল্লি ক্যাপিট্যালস (কলকাতা)
১৩ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)
১৬ মে – বনাম রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (কলকাতা, বিকেল ৪.০০টা)
১৮ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্যাঙ্গালুরু)
২২ মে – বনাম পাঞ্জাব কিংস (ব্যাঙ্গালুরু)
সূত্রঃ বিডি২৪রিপোর্ট