এক নজরে দেখে নিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ক্রিকেট দুনিয়া March 14, 2021 954
এক নজরে দেখে নিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। এবারের মিশন নিউজিল্যান্ড। এরিমধ্যে দ্বীপদেশটিতে পৌঁছে গেছেন তামিম ইকবালরা। শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। মাসব্যাপী এ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।


• ওয়ানডে সিরিজ:


প্রথম ওয়ানডে- ২০ মার্চ, ভোর ৪টা, ডানেডিন।

দ্বিতীয় ওয়ানডে- ২৩ মার্চ, সকাল ৭টা, ক্রাইস্টচার্চ।

তৃতীয় ওয়ানডে- ২৬ মার্চ, ভোর ৪টা, ওয়েলিংটন।


• টি-২০ সিরিজ:


প্রথম টি-২০: ২৮ মার্চ, সকাল ৭টা, হ্যামিল্টন।

দ্বিতীয় টি-২০: ৩০ মার্চ, দুপুর ১২টা, নেপিয়ার।

তৃতীয় টি-২০: ১ এপ্রিল, দুপুর ১২টা, অকল্যান্ড।


উপরের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।


সূত্রঃ বাংলাভিশন অনলাইন