আইসিসি সুপার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া March 13, 2021 1,154
আইসিসি সুপার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপ আগে শুরু করেছে। যার ফলে টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ আগের থেকে অনেকটাই বেড়েছে। এরপর ওয়ানডে ক্রিকেটের উন্মাদনা বাড়াতে আইসিসি চালু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ।


বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্ত, গত বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ওয়ানডে দিয়ে প্রতিযোগিতা শুরুও হয়েছে। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হয়েছে টাইগারদের যাত্রা। গতমাসে শেষ হওয়া সেই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এতে আইসিসির সুপার লিগের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ।


৩ ম্যাচ খেলে তিনটিতেই জিতে পূর্ণ ৩০ পয়েন্ট বাংলাদেশের নামের পাশে। যেখানে সবার থেকে সেরা নেট রান রেট +১.৮৯৩ টাইগারদের। ৬ ম্যাচের চারটিতে জিতে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। এরপর তিনে ইংল্যান্ড। তারা এখন পর্যন্ত খেলেছে ৬ ম্যাচ, জিতেছে ৩ ম্যাচ।


এছাড়া ৩ ম্যাচের তিনটিতেই জিতে চার নম্বরে আফগানিস্তান। ৩ ম্যাচের দুটোতে জিতে পাঁচে পাকিস্তান। পাঁচ ম্যাচের দুটোতে জিতে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ ও ৩ ম্যাচের একটিতে জিতে ছয়ে জিম্বাবুয়ে। এখনো সুপার লিগের একটি ম্যাচেও খেলে নি ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪