শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট দুনিয়া March 13, 2021 1,297
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই)। জেসন হোল্ডারের জায়গায় আসা ওয়েস্ট ইন্ডিজের নতুন স্থায়ী টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েটের প্রথম সিরিজ।


বাংলাদেশ সফরে না যাওয়া জেসন হোল্ডার এবং ড্যারেন ব্রাভোকে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের জন্য দলে জায়গা দেওয়া হয়েছে। হোল্ডার, ব্রাভোসহ এমন আরও ১০ ক্রিকেটার বাংলাদেশ সফরে যায়নি। শামারহ ব্রুকস এবং রোস্টন চেজকে ফেরানো হয়নি ঘোষিত দলে, নেই শেন ডওরিচও।


লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়েই নতুন এক পূর্ণ অধিনায়কের অধ্যায়ে প্রবেশ করবেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ২১ মার্চ থেকে শুরু প্রথম টেস্ট এবং ২৯ মার্চ একই ভেন্যুতে হবে দ্বিতীয় টেস্ট।


ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের টেস্ট দলঃ

ক্রেইগ ব্র‍্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, জন ক্যাম্পবেল, এনক্রুমা বোনার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, জশুয়া ডি সিলভা, রাহকিম কর্নওয়াল, আলজেরি জোসেফ, কেমার রোচ, জোমেল ওয়ারিকন, শ্যানন গ্যাব্রিয়েল।


সূত্রঃ ক্রিকেট৯৭