প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে বিশাল ব্যবধানে হারালো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া March 13, 2021 982
প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে বিশাল ব্যবধানে হারালো ইংল্যান্ড

টেস্ট সিরিজের মতোই টি-টোয়েন্টি সিরিজটাও ইংল্যান্ডের বিপক্ষে শুরু হলো ভারতের। প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে গিয়েছে কোহলির দল। সফরকারীরা ২৭ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের।


ইংল্যান্ডের হয়ে জয়ের পথটা আগেই তৈরী করে দিয়েছিলেন বোলাররা। বাকিটা ছিল ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলার উপর। সেখানে সফল ব্যাটসম্যানরাও। ভারতের দেওয়া ১২৫ রানের রানের লক্ষ্যকে তুড়ি মেরে উড়ে দেন জেসন রয়।


বাটলারের সাথে ৭২ রানের ওপেনিং জুটি বেঁধে দলকে জয়ের সুভাস আগেই পাইয়ে দেন রয়। ৩২ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৯ রানের ইনিংসে জয়ের মঞ্চ তৈরী করে দিয়ে যান এই ব্যাটসম্যান। এরপর মালানের ২০ বলে অপরাজিত ২৪ ও বেয়ারস্টোর অপরাজিত ১৭ বলে ২৬ রানে ১৫.৩ ওভারেই সহজ জয় তুলে নেয় ইংলিশরা।


এর আগে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। রাহুল ১ ও কোহলি ফিরেন শূন্য রানে। দাঁড়াতে পারেননি ধাওয়ানও। ১২ বল খেলে ৪ রান করে ফিরেন এই ওপেনার।


তবে শ্রেয়াস আয়ার ও পান্টের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। ১ ছক্কা ও ৮ চারে ৪৮ বলে ৬৭ রান করেন আয়ার ও ২৩ বলে ২১ রান করেন পান্ট। এছাড়া ২১ বলে ১৯ রান করেন হার্দিক পান্ডিয়া।


ইংল্যান্ডের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন আর্চার। আদিল রশীদ নেন মাত্র ১৪ রানে ১ উইকেট। এছাড়া স্টোকস, উড, জর্দান নেন ১ টি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর


ভারত: ১২৪/৭(২০)

আয়ার ৬৭, পান্ট ২১

আর্চার ৩/২৩, রশীদ ১/১৪


ইংল্যান্ড: ১৩০/২(১৫.৩)

রয় ৪৯, বেয়ারস্টো ২৬*

সুন্দর ১/১৮।


সূত্রঃ স্পোর্টসজোন২৪