টি-টোয়েন্টির মিশনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া March 12, 2021 689
টি-টোয়েন্টির মিশনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

টেস্টের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত ও ইংল্যান্ড।আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দু'দলের ম্যাচটি।


টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। এই সিরিজের ফলের ওপর নির্ভর করছে র‌্যাংকিংয়ের হিসাব-নিকাশ। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে, ইংল্যান্ডকে টপকে শীর্ষে চলে যাবে ভারত। টেস্টের মতো টি-২০'তেও দুর্দান্ত ফর্মে আছে কোহলির দল। শেষ ১৫ আন্তর্জাতিক টি-২০'তে মাত্র দুটিতে হেরেছে তারা।


এই ম্যাচের আগে একাদশ সাজাতেও দ্বিধায় আছে স্বাগতিকরা। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। বাদ পড়বেন শিখর ধাওয়ান। শ্রেয়াস আইয়ার, রিশাভ পন্ত, পান্ডিয়াদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের।


অন্যদিকে, টেস্ট সিরিজের রোটেশন প্রক্রিয়ায় একাদশ সাজালেও, টি-২০'তে থ্রি লায়নরা পাচ্ছে পূর্ণ শক্তির দল। ইনজুরির জন্য সংশয় আছে জোফরা আর্চারের খেলা নিয়ে। মুখোমুখি ১৪ দেখায় ৭টি করে জয়-হার ভারত-ইংল্যান্ডের।


সূত্রঃ সময় টিভি অনলাইন