নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের সব ক্রিকেটার চতুর্থ টেস্টেও করোনা নেগেটিভ হয়েছেন। তাই এখন থেকে সবাই অবাধে চলাফেরা করতে পারবেন। টাইগারদের পরবর্তী গন্তব্য কুইন্সটাউন। ১০ মার্চ ক্রাইস্টচার্চ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে সেখানে যাত্রা করবে টিম বাংলাদেশ।
এ ব্যাপারে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের চতুর্থ কভিড-১৯ টেস্ট হয়ে গেছে গতকাল। সেটায়ও সবাই নেগেটিভ। আর কোনো সমস্যা নেই। ’
দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে চারটি করোনা টেস্ট করতে হল বাংলাদেশকে। যার প্রথমটি ছিল নিউজিল্যান্ডে পা রাখার প্রথম দিনই। দ্বিতীয়টি ছিল তৃতীয় দিন। আর ষষ্ঠ দিন অর্থাৎ ২ মার্চ হয়েছে তিন নম্বরটি।
২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ব্যাট-বলের লড়াই। ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুই ম্যাচ। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ও ১ এপ্রিল শেষ ম্যাচ খেলে দেশে ফিরবেন টাইগাররা।
নিউজিল্যান্ড এখনো তাদের দল ঘোষণা করেনি। মঙ্গলবার জানা গেছে, কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিউইদের মেডিকেল ম্যানেজার ডেইল শাক্কেল এদিন জানিয়েছেন, উইলিয়ামসনের বা কনুইয়ে আগে থেকে হালকা ইনজুরি ছিল। যা কয়েক মাস ধরে তাকে ভুগিয়েছে। - স্পোর্টসজোন২৪