একনজরে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচি

ক্রিকেট দুনিয়া March 7, 2021 1,663
একনজরে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচি

আইপিএলের ২০২১ সালের আসরের সূচি প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ভারতে অনুষ্ঠিতব্য এবারের আসরে কোন দলই খেলতে পারবে না হোম গ্রাউন্ডে। লিগ পর্যায়ে কোলকাতা নাইট রাইডার্স খেলবে চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ ও ব্যাঙ্গালুরুতে।


১১ এপ্রিল কোলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ, সেদিন চেন্নাইয়ে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। লিগ পর্যায়ে কোলকাতার শেষ ম্যাচ ২১ মে, ব্যাঙ্গালুরুতে সেদিনও কোলকাতার প্রতিপক্ষ হায়দ্রাবাদ।


এবারে কোলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলবেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। আইপিএল নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় শাহরুখ খানের মালিকানাধীন কোলকাতা নাইট রাইডার্স।


আইপিএল-২০২১ আসরে কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচিঃ

১ম ম্যাচ- বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই, ১১ এপ্রিল, রাত ৮ টা (বাংলাদেশ সময়)


২য় ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, ১৩ এপ্রিল, রাত ৮ টা

৩য় ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, চেন্নাই, ১৮ এপ্রিল, বেলা ৪ টা

৪র্থ ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, মুম্বাই, ২১ এপ্রিল, রাত ৮ টা

৫ম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, মুম্বাই, ২৪ এপ্রিল, রাত ৮ টা


৬ষ্ঠ ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, আহমেদাবাদ, ২৬ এপ্রিল, রাত ৮ টা

৭ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ২৯ এপ্রিল, রাত ৮ টা

৮ম ম্যাচ- বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, ৩ মে, রাত ৮ টা

৯ম ম্যাচ- বিপক্ষ দিল্লি ক্যাপিটালস, আহমেদাবাদ, ৮ মে, বেলা ৪ টা

১০ম ম্যাচ- বিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাঙ্গালুরু, ১০ মে, রাত ৮ টা

১১তম ম্যাচ- বিপক্ষ চেন্নাই সুপার কিংস, ব্যাঙ্গালুরু, ১২ মে, রাত ৮ টা

১২তম ম্যাচ- বিপক্ষ পাঞ্জাব কিংস, ব্যাঙ্গালুরু, ১৫ মে, রাত ৮ টা

১৩তম ম্যাচ- বিপক্ষ রাজস্থান রয়্যালস, ব্যাঙ্গালুরু, ১৮ মে, রাত ৮ টা

১৪তম ম্যাচ- বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, ২১ মে, বেলা ৪ টা।


সূত্রঃ ক্রিকেট৯৭