পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল কিউইরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৪৪ রান করেন ম্যাথু ওয়েড। এছাড়া অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৩৬ ও মার্কাস স্টয়নিস ২৬ বলে ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে গাপটিলের ঝড়ে ৩ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১০৬ রান এনে দেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও মার্টিন গাপটিল। ৭টি চার ও ৪টি ছক্কায় গাপটিল খেলেন ৪৬ বলে ৭১ রানের ইনিংস। এছাড়া কনওয়ে ২৮ বলে ৩৬ রান করেন ও গ্লেন ফিলিপসের ১৬ বলে ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ১৪২/৮ (২০ ওভার)
ওয়েড ৪৪, ফিঞ্চ ৩৬, স্টয়নিস ২৬
সোধি ২৪/৩, বোল ২৬/২
নিউজিল্যান্ড : ১৪৩/৩ (১৫.৩ ওভার)
গাপটিল ৭১, কনওয়ে ৩৬, ফিলিপস ৩৪*
মেরেডিথ ৩৯/২, জাই ১৯/১
ফল : ৭ উইকেটে জিতে সিরিজ জয়ী।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি