হুট করে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শন করে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের কর্তারা। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাজস্থানের তিন সদস্যের প্রতিনিধি দলের পা পড়ে মিরপুর স্টেডিয়ামে।
ঠিক কী কারণে প্রথম আইপিএলের শিরোপাজয়ী দলটির শীর্ষ কর্তারা স্টেডিয়াম পরিদর্শন করে গেলেন তা এখনো অস্পষ্ট। তবে গুঞ্জন উঠেছে, আইপিএলের ১৪তম আসরকে সামনে রেখে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প করতে চায় দলটি। ভারতের সাথে বাংলাদেশের কন্ডিশন ও আবহাওয়ায় মিল থাকায় এখানে দলটি প্রাক-আইপিএল প্রস্তুতি সারতে চায় বলে দাবি ঘনিষ্ঠ সূত্রের।
অবশ্য সেক্ষেত্রে নিজেদের সুযোগ-সুবিধা অনুযায়ী মিরপুরকে পছন্দ হল কি না রাজস্থান কর্তাদের, তা বড় এক প্রশ্ন। তবে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন জানিয়েছেন, রাজস্থানের কর্তারা মিরপুর স্টেডিয়াম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুপুর ২টা নাগাদ স্টেডিয়ামে আসা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।
করোনার কারণে গত আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার অবশ্য আইপিএল হবে ভারতেই, তবে আগের মত সব দলের হোম ভেন্যু থাকছে না। রাজস্থান রয়্যালসের হোম ভেন্যু আহমেদাবাদ, যেখানে এবার আইপিএলের খেলা হবে না। গুঞ্জন সত্যি হয়ে থাকলে হোম ভেন্যুর সুবিধা পেতেই হয়ত মিরপুরের কথা ভাবছে রাজস্থান কর্তৃপক্ষ।
সূত্রঃ বিডিক্রিকটাইম