অ্যান্টিগাই কিছুক্ষণের জন্য ঘূর্ণিঝড় বয়ে গেল। না এটা কোন প্রাকৃতিক দূর্যোগ নয়। শ্রীলঙ্কা বোলারদের উপর দিয়ে এই ঝড় বইয়েছেন ক্যারিবিয়ান দানবীয় ব্যাটসম্যান কাইরোন পোলার্ড।হাকিয়েছেন ৬ বলে ৬ টি ছক্কা।
পোলার্ডের এই ঝড়ে উড়ে গেছে শ্রীলঙ্কাও। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে। এই ম্যাচে অবশ্য ঘটে গেছে নানা নাটকীয়তা। নাটকীয়তার কেন্দ্রবিন্দু আবার দুইজন। আকিলা ধনঞ্জয়া আর পোলার্ড।
ধনঞ্জয়ার এক ওভারের ৬ বলের ৬ টিতেই ছক্কা হাকিয়েছেন পোলার্ড। পাওয়ার প্লের শেষ ওভারটা করতে এসে ধনঞ্জয়া হজম করলেন গুনে গুনে ৬ ছক্কা।
লং অনের উপর দিয়ে শুরু পোলার্ড ঝড়। স্কয়ার লেগের উপর দিয়ে করলেন সেই ঝড়ের সমাপ্তি। ফলে যুবরাজের পর টি-২০ তে মাত্র ২য় ব্যাটসম্যান হিসেবে এই বিরল কীর্তি গড়ে দেখালেন পোলার্ড।
একই ম্যাচে নিজের আগের ওভারেই অবশ্য ইতিহাস গড়েছিলেন ধনঞ্জয়া। পেয়েছিলেন ৩য় শ্রীলঙ্কান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হ্যকট্ট্রিকের দেখা।
কে ভেবেছিল এমন দুর্দান্ত শুরু করা ধনঞ্জয়ার কপালে পরের অভারেই ৬ বলে ৬ ছক্কা অপেক্ষা করছে। পোলার্ড হইতো সেই হ্যাট্ট্রিকের প্রতিশোধটাই নিলেন এমন নির্মমভাবে।
ধনঞ্জয়া পর পর ৩ বলে তুলে নিয়েছিলেন এভিন লুইস, ক্রিস গেইল আর নিকোলাস পুরানের উইকেট। শ্রীলঙ্কার দেয়া ১৩২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পেরিয়ে গেছে ৪১ বল হাতে রেখেই।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি