‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মহাগুরুত্বপূর্ণ চতুর্থ এবং শেষ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছিলো ডানহাতি পেসারকে। এবার ওয়ানডে সিরিজেও জাসপ্রিত বুমরাহের অনুপস্থিতির আভাস মিলছে।
তবে ভারতীয় গণমাধ্যম এএনআই বলছে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার। আর তার প্রস্তুতির জন্যই ছুটি নিয়েছেন ডানহাতি পেসার।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এএনআই জানিয়েছে “জাসপ্রিত বুমরাহ শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এবং তার জন্য প্রস্তুতি নিতে ছুটি নিয়েছেন।”
লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠতে আহমেদাবাদে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে জয় অথবা অন্তত ড্র করতেই হবে কোহলিদের।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা পেসারকে পাবে না স্বাগতিক ভারত। জাসপ্রিত বুমরাহ এর পরিবর্তে মোহাম্মদ সিরাজ অথবা উমেশ যাদবকে শেষে টেস্টে ভারতীয় দলে দেখা যেতে পারে।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি