আবারও পিছিয়ে যাচ্ছে এশিয়া কাপ!

ক্রিকেট দুনিয়া March 1, 2021 1,005
আবারও পিছিয়ে যাচ্ছে এশিয়া কাপ!

ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে পিছিয়ে দেওয়া হবে এশিয়া কাপ। এমনটা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।


কারণ আগামী জুনে হওয়ার কথা রয়েছে এ বারের এশিয়া কাপ। কিন্তু ওই একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে থাকায় সেই ম্যাচে ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল। যদি সিরিজের শেষ ম্যাচটা ভারত ড্র করতে পারলেই তারা উঠে যাবে ফাইনালে। আর তাই এশিয়া কাপ পিছনোর ভাবনা চলছে।


এ বিষয়ে মানি বলেছেন, “এশিয়া কাপ গত বছরেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। এ বছর শ্রীলঙ্কা প্রতিযোগিতা আয়োজন করতেও রাজি ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। দুটোর তারিখ একই। যা অবস্থা তাতে এই প্রতিযোগিতা পিছিয়ে ২০২৩-এ হয়তো করতে হবে।”


পিসিবি সিইও ওয়াসিম খান বলেছেন, “ভারত কার্যত ফাইনালে উঠেই গিয়েছে। তাই এশিয়া কাপ না হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা এখন ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪