তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে উড়াল দেয় টাইগাররা।
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছেন তামিম-মুশফিকেরা। নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২ টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দলের বহর। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
করোনাভাইরাসের বাধার মধ্যে প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ। সিরিজ শুরুর প্রায় এক মাস আগেই বাংলাদেশের নিউজিল্যান্ডে পা রাখে। আর তাদেরকে আগে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। তারপরে অনুশীলনে নামার সুযোগ পাবে।
আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।
এরপর ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। - স্পোর্টসজোন২৪